পূর্ণিমা! এখনো দিন তিনেক বাদে,
তবুও, আকাশে রূপালী আলোয়
চাঁদ যেনো ঝলমলে আভায়;
মেঘগুলো অবিরাম ছুটে চলেছে
অক্লান্ত হয়ে অনির্দিষ্ট এক গন্তব্যে।।
আলোর নীচে আমি
তাকিয়ে চাঁদের শুণ্য বুকে,
ক্লান্ত কতো পথিক চলেছে, মরছে ধুকে ধুকে।
তবুও দেখো, কোথাও নেই অভিমান,
নেই কোন পিছুটান,
আছে শুধু মায়া...
কতোই না স্মৃতিতে সব গড়া!!
মুগ্ধ আমি দেখে এসব
কতোই নিখুঁত তাঁর চোখ!
কী অপরূপ খেলা,
নোনা জলে ভাসানো মাটির ভেলা,
চলছে অবিরাম, বাতাসের চলা
চন্দ্র-সূর্য, তবুও হয় না পথভোলা!!