মৌসুমী!!
ঘুম যে আমার আরো
কেড়ে নিলে তুমি।
চোখ বুঝলেই তোমার ছায়া
দেখতে কেন পাচ্ছি আমি??
না-ই বা পেলাম অনুভবে
তোমায় আমার কাছে,
রাঙিয়েছি যে লেখায় –
তোমাকে চাওয়ার অব্যক্ত পটভূমি;
দূরে থেকে তুমি,
তবুও দূরে আমায় সরাও,
চাওয়াতে একটুখানি অনুভূতি,
তুমি যেন আরো আগলে নিয়েছ
তোমার দেহের সব জমি।।
না থেকেও পাশে,
কাছে পাওয়ার অনুভূতি,
ভালোবাসাকে করে দামী।
ছুঁয়ে দেখে পাশে পেয়ে,
দেহে দেহে স্পর্শকাতর,
অবশেষে প্রেম ভালোবাসা
হয়ে যে যায় বিপথগামী।।