আজ আর আমার
নেই কোন প্রেরণা,
তোমায় কাছে পাবার জন্যে
বুকে কোন রকম যন্ত্রণা!
করি না আর তোমার নিকট
কোন প্রকার বন্দনা!
এভাবেই যে আমি প্রতিনিয়ত
নিজের মন’কে দিয়ে যাই স্বান্ত্বনা।
সবুজ ঘাসের ভাঁজে খুঁজে ফিরি
তোমার অংকিত পদচারণা;
কখন, কবে, কেমনে তবে –
ঝড়াও তুমি, পাহাড় গড়িয়ে ঝরণা!
তুমি আজ আমার
ভুলে ভরা এবং গড়া –
একটি প্রেরণা;
তোমায় ভেবে কাব্য লিখে
খুঁজি একাকী, গানের মাঝেঃ
খন্ডে খন্ডে খন্ডিত ও
বিভক্ত সব ধারণা!!