পাহাড়ী কন্যা তুমি...
কোন পাহারের বাঁকে,
কোন ঘরেতে থাকো,
কোনটা তোমার ভূমি?
একবার যদি বলতে আমায়,
তবে, যেতাম ছুটে খুঁজতে তোমায়।
কোথায় আছ তুমি, আর –
কোথায় বা আছি এই আমি?
তোমার পাহারের গায়ের রঙ কি,
জানতে কি পারি আমি?
খুঁজে পেতে তবে সুবিধা হবে –
পরে নইলে ভোগান্তিতে ভুগবে তুমি।
পাহাড় দেশের কন্যা তুমি,
পাহারতলী তবে কি তোমার বাড়ি?
একবার বলো...
শুধু, একটি বার;
ভুলে গিয়ে সব যান্ত্রিক ও মানবিক দামাদামি।
তোমার সাথে দেখা করবার ছলে
ভেবেছি আমি ঘুরে আসতে পারবো,
তোমার রাজত্বের রাজ্য,
তোমার, পাহাড়ে ঘেরা মাতৃভূমি।।