মনে পড়ে... ছিঁড়ে ফেলা সেই সব দিন;
মুঠোফোনে বলতে কথা অজস্র সীমাহীন,
আমাকে বলতে শুধু, বন্ধু তোমার হয়ে থাকতে,
তোমারই পাশে... শুধু, তোমারই পাশে।।
মনে কি পড়ে একবারও তোমার...
চোখটি দেখো বুজেঃ
কতো যে রাত দিয়েছি পারি
তবুও, হয়নি যে শেষ কোন কথা, রয়েছিলো তো সবই বাকী।।
একা ফেলে না হয় চলেই গেলে...
মানিয়ে নিতে হয় সবই এখন, যেহেতু সমাজে, আমি একজন ছেলে।
আমি চাই তুমি ভুলে থাকো আমায়,
ভেবো না কখনো, আমি ছিলাম পাশে,
এটাই জেনোঃ তুমি নিজেই চাওনি কখনো আমায়।।
আজ হয়তো তুমি অনেক সুখী!
শুনি যেন যখন, হতে পারি তখন খুশি;
যদি প্রশ্ন করো, দেখবে – আমি যে সবই বুঝতে পারি।
কষ্ট পেলে’তো শুনতে চাইতে
আমার কন্ঠস্বর যা, আছে জড়ানো আবেগে।।
মনে পড়ে....
সেই ঝড়ের এক রাত;
ছিলাম পাশে তোমার ছায়া হয়ে,শুনিয়েছ গান,
এখনো যে বাজে সবই আমার কানে।।
মনে পড়ে আমার...
সবই মনে পড়ে,
তোমার আমার ছিঁড়ে ফেলে যতো সব দিন,
স্মৃতির পাতায় আছে যেন পেয়ে ঠাই, থাকবে আজীবন
চিরদিনই হয়ে অমলিন।।