মোনা. . .
মন’টা বোধহয় তৈরী তোমার
দিয়ে খাঁটি সোনা।
ধরতে চাইছি আমি তাই বায়না,
কাছে পাবার একটু অনুভূতি
পেতে চাই, তোমাকে নিয়ে ভাবনা।
এই যে... অদেখা রূপসী মোহনা, মোনা!
আজ তোমার জন্য আমি গাইছি গান
ভুলে গিয়ে সব ব্যথা, হয়ে আনমনা।
তবুও যে তুমি, কোন সে সুদূরে,
ভেবে তাই বুকের ভেতর দিচ্ছে যন্ত্রণা।
আসবে কি কাছে?
ভয় কেন মিছে?
অনুভূতি তো অনুভব হয়
যেখানে মনের সাথে মনের মিল আছে।
অদেখায়...... কি যায় আসে?
যদি তুমি আমি ভেসে বেড়াই
কাল্পনিক সুখে, মৌনতার মৌন ভাঁজে।
মোহনীয় তুমি কল্পনাতে – “মোনা” ।
হারিয়ে তুমি আমার এই মন থেকে, কোনদিনও যেও না।
একা একা অনুভব হাতড়ে
আজও কাউকে পেলাম না,
তোমার জন্য কবিতা আর গানে
ভরাবো চ্ছন্দ ও মায়াবী সুরের টানে;
বাস্তবিত দেহের আকর্ষণ –
কি লাভ?
যদি নিজের মনে ও প্রাণে না টানে??