ভুল???
কাউকে খুব কাছে টানার মাশুল,
যার কারণে, কোন কিছুই হয় না সফল,
বিশ্বাসের যেখানে ঘাটতি আছে,
পরিমাণে বিপুল;
যার জন্য আজ ক্ষিপ্ত হয়ে আছে
সমুদ্রের সব প্রতিকূল!
ভুল???
মিলে না উত্তর খুঁজে ফিরেও,
পেকে যায় শেষে মাথার চুল।
আকাশে বাতাসে হাতড়ে বেড়িয়ে,
অন্যকে করে দোষী, বৃথায় খুঁজে মূল,
ভুলকে ঢাকতেই আবার ভুলের শিকার,
অবাক হয়ে বসে থাকা তখন শ্রেয়,
সর্বসাকুল্য।
কি করে সৃষ্ট আজ এই ভুল??
ধৈর্য না রাখতে পেরে, করতে গিয়ে হুলস্থুল. . .
ভালোবাসা পাবার আশায় হয়ে ব্যাকুল,
আবেদনে না পেয়ে সাড়া, অতীব আকূল।
ভুলের দ্বারাই গড়া আজকের পৃথিবী,
প্রকৃতিরই ভাস্কর্য আজ হয়ে আছে, ক্যামেরার বন্দী ছবি!
ভুলকেই তবু সবাই, করে চলেছে দাবী,
কৃত্রিমতায় গড়ে তুলছে, পৃথিবীকে ভেঙে সবই।
ভুলে গেছে লিখতে কবিতা আজ
এই ধরণীতে আছে যতো কবি,
ধ্বংসের গড়া সৃষ্ট কাব্যে ফুটছে –
ব্যথা ও ভুলগুলো, হয়ে রূপী মায়াবী!!