রাত ২ টা বেজে ৬ মিনিট,
সহস্র কোটি তারকা সব, আকাশে
করছে জ্বলজ্বল, মিটমিট।
অনেক মনে পড়ছে তোমায়,
আজ হঠাৎ. . . .
জানি না আমি, কেন?
মনের মাঝে থাকা হাজার হাজার জোনাকী,
তাই আর জ্বলে না যেন!
আমার হৃদয় থেকে তোমার দূরত্ব
আজ অনেক থেকেও, আরো অনেক।
কথা ছিল আসবে যে ফিরে
কাটিয়ে, কেবল গোটা দিন খানেক।
জেনেছিলাম. . . .
ভালোবাসার টান
দূরত্ব হলেই পরে বাড়ে;
তোমার অজানা প্রেম শুধু
অদূরে থেকেও, অদেখা সত্ত্বেও –
বেড়ে চলছে যে প্রতিদিনই
শতভাগ, শতকরা হারে।।