মেয়ে,
চলো না হারাই অজানায়...
না হয় গোপনে, অন্ধকারের আড়াল;
চলো দু’জনে আজ কালোতে যাই মিশে...
তুমি আর আমি____ গহীনে বনের ভেতরে।।
মেয়ে,
দাওনা তোমার হাতটি বাড়িয়ে, হয়ে অভিমানী;
ছুঁয়ে দিতে চাই তোমার আমি
নরম, গরম, হাতের তালুতে আমার হাতের স্পর্শ...
বাহুতে টেনে নিয়ে____ নেমে গেলাম ঝরণার জলে,
নেমে এসেছে পাহাড় ঘেমে, দু’জনার তরে।।
মেয়ে,
নিশুতি রাতে, কোন এক পাহাড়ের চূড়ায়
আমার বুকে তুমি মাথা রেখে, দু’জনে মিলে
আকাশপানে তাকিয়ে, মাতবো আলোয় জোছনার;
তোমার আমার গল্প বানাবো,
না পেয়ে ভয়, তুমি যদি হও অগ্রসর।।
মেয়ে,
চাও না তুমি আমায়, মুখে বলে ফেলো...
জিজ্ঞেস করলে তো, তুমি হও নির্বাক!
উত্তর না পেয়ে, কী আমি বুঝবো
এটাই না হয় জানাও মুখ খুলে।
তুমি আমি দুই প্রান্তে_____ কিসের সে বারণ,
জানতে চাই আমি শুধু তোমারই কাছে???