আকাশটা, আজ কেমন যেন
হয়ে আছে - ঘোলাটে ও ধূসর!
মেঘগুলো স্থির হয়ে ভেসে ভেসে
গড়ে তুলছে, নতুন প্রহর।
আনন্দে, হয়ে আমি আত্মহারা...
আজ পাবো যে আমি তোমার সাঁড়া!
সত্যি যদি তুমি আসো আমার কাছেঃ
আজীবন তবে বেসে যাবো ভালো তোমাকে,
করবো না কোনদিনও হাতছাড়া।
দুপুর এসে গড়িয়ে, বেলা বয়ে গেলো...
তোমাকে দেখার জন্য আজ, মনে আমার
খুব, খুব, ইচ্ছাদের বাসা ছিলো;
তবুও হয়নি, পেয়েছিলাম ভয়,
আর তাই - মনে ছিলো সংশয়।
সন্ধ্যা শেষে রাত নামলো...
অবশেষে আমার যেন,
তোমার দেখা মিলে গেলো!
দূরে দূরে থেকে তোমার হতে, প্রত্যেক দিন
আমার যেন, ফুরোয় না কোন ভাবেই!
কোথায়, কবে, কিভাবে তবে
দেখা হবে সেই মায়াবী দিন??