কৃত্রিম আলোয় বসে রাত্রি যাপন,
নিভু নিভু আগুন, অফুরন্ত কথোপকথন ,
রক্তের দু’ ফোঁটা বরফে করে রূপান্তর
পাত্রে অগ্নিদগ্ধ, বাষ্প বহির্ভূত,
নিজেকে করে উত্তপ্ত, কষ্টকে করতে উদযাপন।।
রক্ত আজ নেই শরীরে –
করেছি পান নিজেকেই নিজে ঘিরে,
তবুও যেন সব গলে গলে,
আসে ফিরে ফিরে;
সময় বয়ে যায় ধীরে ধীরে,
নিজেকে নিয়ে যাই
শূণ্যতারই শূন্য এক তীরে,
নেই আমি কোথাও জানি, কোলাহলের ভিড়ে।।