আমি???
আমি যে কি, তা নিজেই জানি না;
কখনো খুব ভালো, আবার
কখনো কখনো খুবই খারাপ!
মাঝে মাঝে, ভালো থেকে খারাপ হতে
লাগে না সময়, রেগে হই রাগান্বিত
দেহের মধ্যে বেড়ে যায় উত্তাপ।
কি নেই আমার ভেতর?
যা খুঁজি, তা-ই পাই,
প্রকৃতির কাছে যা-ই আমি চাই!
কি করতে আমি পারি না?
অজানা সত্ত্বেও সব যেন,
হয়ে আছে আমার জানা।
শুধু যদি থাকতো ডানা,
উড়ে বেড়াতাম উদ্দেশ্যহীন,
কে করতো আমায় মানা!
আমি’তো নই কোন ডাক্তার-কবিরাজ,
নই আমি কোন শিক্ষক, উকিল, বা ব্যবসায়ী;
পেশাযুক্ত হয়ে আমি করি না কোন কাজ।
আমি’তো জানি এটাই,
আমি একজন মানুষ মাত্র. . .
আর মানুষ!!
মানুষ সব করতে পারে. . .
অজানা যা আছে জেনেই তবে
মানুষ কোন কিছু, জানবার ইচ্ছা
মন থেকে ছাড়ে।
আমি???
আমি কি, তা যদি আমি জানতাম,
তবে কি আর একা একা থেকে
নিজেকে ঘরে বন্দী করে রাখতাম?
জানালা-দরজা সব বন্ধ করে কি তবে
অযথাই “ মানুষ “ নিয়ে ভাবতাম??