হয়তো তোমার জন্য,
এখনও আমি দুঃখের সাগরে ভাসি;
তাইতো ভুলতে তোমায় –
ভেসে ভেসে, তোমার উপরেই, আরো দুঃখ পুষি!

হয়তো তোমার জন্য,
আনন্দ পেয়েও, আনন্দ’কে করি মাটি;
তোমার ভাবনায় জেগে, মেতে থাকি
নিজের মনের চরে, উজান ভাটি!

হয়তো শুধু তোমার জন্য,
আমার বুকে কষ্ট জমানো এতো!
লিখে লিখে, গান গেয়ে, ভুলে যাই সব –
আবেগ দিয়ে বেদনা আছে যতো!

হয়তো তুমি আমি হয়েছি গড়া,
গড়তে, করতে সৃষ্টি
ভালোবাসাকে ঘিরে নতুন ইতিহাস মোরা;
লাভ নেই, যতোই থাকি দু’জন দু’জনকে ছাড়া,
অসভ্য ভালোবাসা, তবুও করবে মোদের তাড়া!!