বাতাস আমায় যেনো নিয়ে যাচ্ছে উড়িয়ে,
ভালোবাসায় মুড়িয়ে,
মেঘের ভেলায় চড়িয়ে,
অবিরাম পথ পেরিয়ে
কোন এক স্বর্গের দেশ গড়িয়ে,
মায়ার এক ভুবন যেনো
নিলো আমায় জড়িয়ে।।
ভালোবাসা যেনো, এখানে অফুরন্ত,
হারিয়ে যাওয়ার নেই কোন দিগন্ত,
সবুজ ঘাসে হেঁটে দেহ, নিবিড় প্রাণবন্ত;
সবই যে অক্লান্ত ও জীবন্ত,
সময়েরও যে নেই কোন সীমান্ত,
জীবন এখানে ধন্যবাদে প্রশান্ত,
বিনামূল্যে পড়ন্ত, অনন্ত।।