আকাশে তোমার রঙের বন্যা,
রঙিন মনের
মায়াবী তুমি কন্যা।

মনে মনে, গোপনে তুমি
বেঁধে অজস্র শতো বাহানা,
আশাহত হয়ে নিজেরই আশায়
আপন সব করে দোষী
জুড়িয়ে দাও অশ্রু-কান্না।

মুখের অবিরত ব্যবহার ঘটাও,
কিন্তু কেন?
অপূরণে স্বপ্ন, সবার অজানা,
লাভ কি তোমার?
কি সুখ তুমি পাও?

মনে মনেই যখন কল্পনাঃ
নিজেরই কানে যদি
না দেই নিজ কথা,
রয়ে যে যায় মনেতেই সব,
হয়ে শেষে দুঃখ-বেদনা।।