তোকে না দেখে, না ছুঁয়েই
যদি এতো কষ্ট আমাকে পেতে হবে;
তবে, মনে করি, তোকে
ভুলে গিয়ে, অন্য কোথাও,
অন্য কোন ভাবনায় মন বসানোই
আমার জন্য হবে শ্রেয়!


আমার নিজের সব কষ্টগুলো
ভোলাতে ও ভুলে থাকার জন্যেই
তোর কথা শুধু ভাবতাম, এবং
আমার একলা সময়গুলোতে
তোকে মন থেকে কাছে পেতে চাইতাম।


এতোটাই তোকে চাইতাম, তবুও –
ভুলের বশে হলেও, কখনো না পেতাম!
নিজের দুঃখ-কষ্ট ভুলতে চেয়ে
উল্টো তোর দেয়া অনিহা শুধু দেখে যেতাম,
আর বুকের মাঝে নতুন সব ব্যথা
কষ্টের খাতায় লিপিবদ্ধ করতাম।


এমন যদি কোন জায়গা অথবা
নেশার ঔষধ যদি থাকতো;
তোকে ভুলতে, তবে সেখানেই
পথ আমার পাড়ি দিতাম,
আর এই মন থেকে তোকে
চিরতরের জন্য মুছে ফেলতাম!