তোমার কন্ঠে যেদিন প্রথম
শুনেছিলাম আমি গান,
আধো সুরে, আধো মায়াতে
ভরে গিয়েছিল আমার প্রাণ।
মুঠোফোনে দু’জনে ক্ষনে ক্ষনে,
যখন চুমু খেতাম, ভেবে মনে মনে;
কেউ কাউকে না দেখার ও কাছে না পাবার
সব কষ্ট’ই যেন, হারাতো কোন গহীন বনে।
ঘাটতি ঠিক কোথায় তবে ছিলো?
ভালোবাসার ব্যক্ততা কমে কেন গেলো?
যখনই –এর উত্তর আমি খুঁজতে চাই,
তখনই, তোমার অনিহা ও অবহেলা শুধু দেখে যাই!
জীবন’টা যে আমার ভাঙা,
কখনোই পারিনি তা তোমায় বোঝাতে;
চেয়েছিলাম...... তুমি আসবে আমার কাছে,
ভাঙা মনের, ভাঙা জীবনের ভালোবাসার মাঝে
যার কারণ আজও তুমি, পারোনি বুঝে উঠতে।
সেই ছোট্ট বেলা থেকে আমি একা,
দেশে-বিদেশে সবখানেই, শূণ্য ঘরে ছিলাম, হয়ে একা!
জড়াইনি কোথাও কখনোই, ভেবে নিজেকে নিঃসঙ্গ একা;
চেয়েছিলাম, ভালোবাসা নিয়ে মনে
যদি স্বেচ্ছায় আমার পাশে এসে, কেউ দেয় দেখা –
তবে, সেই দিনই আমার মনে, ভালোবাসা হবে আঁকা!!