দো-টানা মনে বেঁধেছি এক বাসা,
মায়াতে ঘেরা, শূন্য ও ফাঁকা...
ভাবছি___ কেউ আসবে!
এসে বসবে আমার পাশে;
আড়চোখে আমি দেখবো বসে একা,
মুঠোফোনে তার সময় যখন
কাটবে, হয়ে একরোখা।
ভালোবাসি তাকে,
বুঝি না যে কাকে!
ভালোবাসি যাকে,
নিজের কাছে পাই না তাকে!
ভালোবাসা বলে যা পাই কাছে,
সবই – আমার গানের সুরেরই মাঝে।
ভালোবাসার মাঝে,
সুখ-দুঃখ সবই যে লুকানো আছে।।