এইতো ক'দিন আগের কথা:
দু'টি মনের মিলনে
শুরু হয়েছিল
এক ভালোবাসার প্রথা।।
মনের টানে হঠাৎ করে
পরিবার থেকে দূরে সরে
বুনতে চেয়েছিল সুখ
এক নতুন ঘরে।।
একদিন দুই মন
পেলো এক নতুন ক্ষণ;
ভালোবাসায় জন্ম দিয়েছিলো
এক রাজপুত্র, মহান!!
ভালোবাসার পরীক্ষা
ঝড় তুলেছিল দুই মনে,
নতুন করে, নতুন সুরে আবার
ডেকে নিয়ে এলো পৃথিবীর তরে,
দিত্বীয় ভুলের নব্য সম্ভার।।
তারপর শুরু হলো
কালবৈশাখী ঝড়!!
দুটি মন ভেংগে গিয়ে
সরে গেলো দূরে;
একে অন্যকে করলো শেষে পর।।
দু'টি মনের দুটি ভুল,
কেউ করলো না স্মরণ ;
রাজপুত্র আর রাজকন্যা
বুঝলো না রাজত্ব্যের বারণ।।
ভালোবাসায় সম্মিলিত
দুই হৃদয়ের ছাড়াছাড়ি;
ভুলের মাশুল: ভালোবাসার ফসল
ডেকে আনা দুই প্রাণ নিয়ে
শুরু হয় কাড়াকাড়ি।।
নিষ্পাপ দু'টি ফুটফুটে প্রাণ,
বুঝলো না তাই কভু
ভালোবাসার মান!!
এই কূল থেকে
ওই কূল করে
কাটছে তাদের দিন;
পোহাতে হচ্ছে নিঃশব্দে,
মৃত্যুবরণ করা দুটি হৃদয়ের
ভালোবাসার ঋণ।।
ভালোবাসার অপব্যবহারে এবং অভাবে
চারটি জলজ্যান্ত জীবন
হয়ে যাচ্ছে নষ্ট;
বিনাদোষেই দুটি মন'কে আজ
হেটে বেড়াতে হয়
বুকে নিয়ে চাপা জমাট কষ্ট।।