কোন এক পাপের শাস্তি
এসেছি আমি পেতে,
কিন্তু; কোন সে পাপ আমায়
ভুগাবে যন্ত্রণার ভাষায়,
পড়ছে না মনে, যতোই ভাবছিঃ
কষ্ট যেন কাকে আমি
দিয়েছি কোন কালে!!
ভালোবেসে কতো যে হৃদয়
পেয়েছে শুধুই কষ্ট;
মন ভোলাতে শতো চেষ্টাও
হয়েছে তাদের সবই ব্যর্থ।।
পাথর আমি...... কেউ বলেছে;
নেই বুকে মায়ার বিন্দু ছটাক,
নেই কারো মনের প্রতি ভালোবাসার আকার,
নেই উষ্ণ অনুভূতি,
নেই কোন মনোভাব অনুভব করতে প্রকাশ।।
একা একাই বসে এখন ভাবি আমি;
প্রযুক্তি আজ নিয়েছে কেড়ে
একে অন্যের প্রতি বিশ্বাসের সব জমি।
তাই, আজ আমি জড়াই না কোথাও,
দূরে থাকি, নিজেকে একা করে,
কথার মাঝেই সবাইকে তাই বলিঃ
ভালোবাসা যে সত্যিই খুব দামী।।