ভালোবাসা হয় না পাওয়া
ভালোবাসা যদি হয় চাওয়া,
সমবেদনায় দিনগুলো বয়ে যাওয়া,
ভালোবাসা হয় না পাওয়া।
ভালোবাসা লুকানো সবার মাঝে,
ভালোবাসা ভাসে অনেকের চোখে,
ভালোবাসা কখনো শরীরে ঢাকা;
খোলা আকাশে নীল চাদরে আঁকা।
ভালোবাসা হয় না পাওয়া,
ভালোবাসা যদি হয় চাওয়া!
ভালোবাসা আজ কথার কথায়,
খুঁজে আমি পাবো, কবে, কোথায়??
একদিন তো আমি যাবো চলে;
ভালোবাসা কি সেইদিন তবে
আসবে কাছে দলে দলে??
ভালোবাসা হয় না পাওয়া,
ভালোবাসা যদি হয় চাওয়া!
কেন??? আজও হয় না পাওয়া??
আর তাই –
ভালোবাসা না পাওয়ার
এই গান গেয়ে যাওয়া।।