মাঝে মাঝে খুব ইচ্ছা হয়
আমার হৃদয়টাকে এ দেহ থেকে
ছিঁড়ে অন্য কোথাও ফেলে দেই!
যখন, আমি তোমাকেই শুধু পেতে চাই কাছে;
একটুখানি তোমাকে আমার পাশে পেয়ে
চাই, তোমার ভাবনাগুলোকে দূরে সরিয়ে রাখতে!!

যতটুকু কাছে তুমি আমায়
টেনে নিতে চেয়েছিলে,
ঠিক ততটুকু দূরে তুমি
নিজেই নিজেকে সরিয়ে নিয়ে গেলে!
মিছেমিছি আমায় ভালো করবার ছলে,
নিজেকেই যেন টেনে নিয়ে গেলে চলে
গহীনের কোন অন্ধকারের অতলে।।

কি সুখ পেলে?
কেন’ই বা জড়িয়েছিলে, আমার
ভালোবাসার জালে?
ভালোবাসা কি কখনো মিলে, প্রযুক্তির
ছলে-বলে-কৌশলে?
আমাদের এই ভালোবাসাও তাই –
ভেসে গেলো অথৈ জলে!!