ভালোবাসা!!
কে শেখাবে কাকে??
এ’তো প্রত্যেকটি প্রাণীর মনে
গচ্ছিত রাখা থাকে।
খুঁজে ফিরি এখানে সেখানে
অযথাই; নিজেকে নিয়ে যাই
কষ্ট, লুকানো আছে যেখানে।
ভালোবাসা পেতে যদি করি আশা,
পরি গহ্বরে, হতাশা;
হয়ে ফিরতে হয় – নিরাশা।
ভালোবাসা??
কেন যাবো আমি খুঁজতে??
ভালোবাসা পেতে,
নিজের মনের গচ্ছিত ভালোবাসা আগে,
বিলিয়ে হবে দিতে।।