ভালোবাসা???
কারো জীবনের সারা জনমের প্রত্যাশা,
কারো জীবনের বিরাজিত হতাশা,
আবার কারো কারো আনন্দ প্রদীপের আশা,
আর কারো ভাবনায় এর মূল্য – ভাসা ভাসা।

কেউ কেউ যে শত স্বপ্ন
মনে মনে অজস্র, বাঁধায় বাসা,
আবারও, কেউ আছে নগ্ন চিন্তায়
নিজ মনে জাগায় পিয়াসা!!
এই কি প্রকৃত রূপে “ভালোবাসা”?

কতো কতো মানুষ আছে
প্রেম করে খুঁজে ফিরে,
ভালোবাসার কি দাম?
খুঁজে খুঁজে, শেষে হয়রান হয়ে
ভুলেই যায় যেন, নিজেরই নাম;
তবুও, খুঁজে যেন কেউ না পায়,
লুকিয়ে রাখা অর্থ বোঝাই
“ভালোবাসা নামক খাম।।”