আশা ছিলো তোমার সাথে যাবো তেপান্তর,
ঘুরে ফিরে দেখে আসবো সেথায়
লুকিয়ে থাকা সব গহ্বর,
দেখতে চাই আমি যতো আছে প্রেম;
শুণ্য গহীন অভ্যন্তর।।
মনের মাঝে ছিলো আশা,
তোমায় নিয়ে বাঁধবো বাসা,
থাকবো দু'জন পাশাপাশি,
দেখবো বসে তোমার মুখের মধুর হাসি।।
আশা ছিলো ওই নীল আকাশে
উড়বো দু'জন ডানা মেলে;
দেশ হতে দেশ দেশান্তরে
ঘুরবো দু'জন পেখম খুলে।।
রাত কাটাবো জোছনার আলোয়
আশায় ছিলো মন।
সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে যাক
আমার এ নিথর দেহ প্রতিক্ষন।।
সুরের ভুবনে কাটবে জীবন
অনেক আশার আশা;
গেয়ে যাই গান তাই কতোই না তালে,
লিখেছিলাম যা, সেই কোন্ কালে।।
জানি একদিন পূরণ হবে
মনের শত আশা!
ধৈর্য্য যদি রাখতে পারি
পাবো খুঁজে, মানুষেরই মাঝে
আছে জমা যতো ভালোবাসা।।