আকাশ. . . সেখানে –
সীমানার ওপারে অস্তিত্ব শেষ করেছে
যেখানে বাতাস,
ধরা ছোঁয়ার বাইরে যার হয়েছে প্রকাশ;
যার অস্তিত্ব খুঁজে পেতে
মানুষ আমরা, করে চলেছি হায়-হুতাশ!
ওই দূরের আকাশ –
মাথার উপরে চেয়ে দেখছি যখন তখন, কিন্তু;
ছুঁয়ে দেখবো?? নেই যে তার কোন উপায়,
বৃথাই মিছেমিছি তাই করে চলি :
আকাশ জয়ের আনন্দে উল্লাস।
দিনের বেলার আকাশে, পুরোটাই যে
নীল পর্দায় ঢাকা থাকে;
আর রাতের বেলা চলে, কালো অন্ধকারের মাঝে –
তারাদের মিলন মেলা ঝাঁকে ঝাঁকে।
আকাশ. . .??
যেখানে নেই কোন জনমানবের বসবাস!
যদি কেউ স্বপ্ন দেখে এবং বাস্তবিত করতে পারে,
নিজেকে গড়ে – নক্ষত্র ও তারকা রূপে বিকাশ;
শুধুমাত্র তখনই যাবে গড়া,
আকাশে, মহাশূণ্যে, নিজের জন্য আবাস!