জীবনটা অনেক সুন্দর,
যদি রাঙাতে পারি।
মন’টা অনেক নরম,
যদি ব্যথা বয়ে সয়ে যেতে পারি।।
জীবনটা যদি রাখতে চাই পবিত্র,
তবে, আমরণ সৎ করে গড়তে হবে চরিত্র;
মনটাকে যদি না দেখতে চাই খারাপ,
বন্ধ করতে হবে তবে অন্যকে নিয়ে কু-প্রলাপ!!
আমাদের জীবন হবার কথা, দু’টি থেকে
যে কোন একটি – ভালো নয়তো খারাপ!
কেমন করে তবে রয়ে গেলো মাঝামাঝি,
সবখানে চলে শুনি “মোটামোটি” – নামক আলাপ!!
আমাদের মনটাও কেমন যেন
হয়ে গেছে দো-টানা!
এই কূল, ওই কূল করে করে,
রয়ে যাই মাঝ গাঙে, হয়ে অজানা!!