অজানাতে... ...
চলো যাই হারিয়ে
মাঠ-ঘাট-বন সব পেরিয়ে,
আছে যেথায় উদার মনের
সব চিন্তা-ভাবনা ছড়িয়ে ছিটিয়ে,
সাগরের তীরে অথবা
নির্জন কোন এক দ্বীপে;
রাখবো দুজন দুজনকেইঃ
গোপনে, আগলে, লুকিয়ে।।
উদ্দেশ্যহীন... ...
এগিয়ে যাবো ঠিকানাবিহীন
কোন এক গন্তব্যের প্রান্তে,
পৃথিবীর মাঝে লুকায়িত সুন্দর
দেখবো দুজন ঘুরে ঘুরে; নিজেকে জানাতে,
সকাল হতেই – তোমার হাত ধরে
পারি দেবো পথ, অনন্তে।।