চলো আজ হারাই,
দূর নীল এক অজানায়,
মেঘের সাদা-কালো আকাশের দেশে
হাওয়ায় ভেসে ভেসে,
গানের সুরে গিয়ে মিশে।
চলো আজ হারাই,
অচেনা কোন নগরীতে,
দৃষ্টি সেখানে থেমে – নীলে আছে থমকে;
তোমার আমার এই অসীম পথচলা,
থামবে না’তো কভু।
শুধু ভালোবেসে যাওয়া. . . .
চলো আজ হারাই,
ওই জোছনার আলোয়
মিশে যাই দু’জনে, চারিপাশ আঁধার কালো;
নির্জন এক অন্ধকারের দেশে,
যেখানে রাতের পাখিদের ডাক ভেসে আসে।।