হঠাৎ করেই দেখি নীল আকাশ
কালো মেঘে যেন ঢেকেছে চারপাশ,
এরই সাথে ছুটে এলো
ঝড়ো ঠান্ডা বাতাস;
আকাশ জুড়ে বজ্রের আভাস,
হতে চলেছে যেন নতুন কোন সর্বনাশ।।


নদীর বুকে ঢেউগুলো
বলছে যেন গর্জন করে
" বাড়ি চলো"।
নিভে গেছে পৃথিবীর সব আলো,
দেখতে যে চাই আমি সব সৃষ্টির ভালো।।


এক মুহুর্তেই যেন নিঃস্তব্ধ চারিদিক,
ছুটতে হবে দিগ্বীদিক।
মুহুর্তের মাঝে যেন,
বৃষ্টির শব্দে কেনো
শুনছি না কানে কিছু?
রাস্তা সব ভুল করে
ফেলে যে এসেছি কোথাও, পিছু।।