ভাববো ভাববো করেও
ভাবা হয় না. . . . . তোমায়!!

আঁকবো আঁকবো করেও,
আঁকা হয় না; ছবি তোমার!!

করবো করবো করেও, আজও
হয় না করা আপন. . . . মায়াবী তোমায়!!

দেখবো দেখবো বলেও, দেখো –
আজও অদেখা দু’জন; অজানায়!!

“ শুনবো শুনবো “ –
কথাটি বলেই যে তুমি বিদায় নিলে,
কে তবে কি শুনলো, ধোঁকায়??

চাইবো চাইবো করেই তাই,
পাওয়া হয় না আর, রয়ে যাও চাওয়ায়।।

এখন. . . . .
ভুলবো ভুলবো করেও,
হয় না ভোলা, মিশে আছো যেন তুমি ছায়ায়!!

কোন সে মায়ায়???