সব প্রশ্নের উত্তর
আজ আমার হয়ে গেলো জানা!
যা জানতে, হন্যে হয়ে, উৎসুক মনে
কাটিয়েছি আমার গৃহ-বাক্সে,
দিন-ক্ষন-সময় কিছু না গুনেই।
আজ থেকে আমি
হয়ে গেলাম নিজের কাছে
নিজেই যেন উন্মুক্ত;
করছি না আর হৃদয় কোণে
কল্পনায় আঁকা তোমার ছবি
ফুটো করে যুক্ত।
বুকের ভেতরে যতো ভাব
অসময়ে যারা করে তুলতো আমায় ত্যক্ত,
মুখ ফুটে কিছু অনুভূতি প্রাণের
না হয় রয়েই যাবে অব্যক্ত!
কষ্ট??
ওরা তো আমাকে ব্যথা দিতেই ব্যর্থ,
আঘাত করে করে আমায়, বুঝাতে সে শক্ত;
উল্টো নিজেই নিজের কষ্টে হয়ে “কষ্ট-ভক্ত”।
অবশেষে ফিরে যায়
গুটিয়ে নিয়ে ব্যথা সব,
ভুলে গিয়ে সব ব্যথিত অর্থহীন স্বার্থ।।