পৃথিবীতে মানুষ আজ দলে দলে
চলেছে এগিয়ে, করে শুধুই নিজস্ব অজস্র ক্ষতি।
এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে
গড়ে তুলছে নিজ নিজ অন্যায়ের নীতি,
মূর্খ কারো আভাস যদি পায় তারা ভেসে____
কেড়ে নিতে চায়, বোকামি লুফিয়ে, দেখিয়ে ভয় ভীতি।।
সরল মানুষ ধীরে ধীরে, বসে শোকে শান্ত নীড়ে,
মনোবাসনা লুকিয়ে গোপনে, ভাবতেই চায় না ক্ষতি।
মনের আশায় চড়তে গিয়ে গুপ্ত নেশায়
অন্যের লোভে, রটিয়ে যায়, নিজের পথেরই গতি;
উন্মাদ হয়ে চষে বেড়ায় বিভোর কিছু কুকুর,
সদ্য রাঙানো পাথরে হানে আঘাত, না পেয়ে হারায় স্বজনপ্রীতি।।
সরল ও মূর্খ, হাতিয়ে কুকুর দল, ভেবে নিজেদের ধূর্ত,
ভুলে আবেশে, করতে গিয়ে পাথর মনা কারো গহীনের কিছু ক্ষতি,
পাথরে পাথরে ঘষে যেন, ছিটলো আগুন চারিপাশে,
প্রাণ বাচাতে; ধূর্ত লেজহীন কুকুর, হারায় চক্ষু জ্যোতি।।
সব মানুষের মাঝেই আজ প্রচলিত, একে অন্যের ক্ষতি,
যে রইবে এগিয়ে আগে, শুনেছি তার হয়েছে উন্নতি;
কেউ ভাবেনি, বজায় রেখে সব ভুল ত্রূটি
গড়তে জীবন থেকে আত্মীয়তা পাশাপাশি, একে অন্যের প্রতি।
যতোই হাটাহাঁটি, হাসাহাসি, ভিত্তিহীন গড়া যুক্তি,
মুড়িয়ে গায়ে লোকদেখানো, পাঞ্জাবী ও ধূতি,
এতো ব্যস্ততার ভীড়ে ছুটছে তবুও, করতে অন্যায় ও ক্ষতি।।