কিসের এতো মায়া??
সাগরের জলে এখনো সেই ছায়া!
এসেছিলাম... মায়াবী সে ছায়াকে
সমুদ্রের নোনা জলে ডোবাতে,
কিন্তু; মায়া যেন আরো আঁকড়ে ধরলো,
শরীর জুড়ে যেন ঘাম হয়ে ঝরতে লাগলো।।
আকাশ দেখছি কেঁদে উঠছে
একটু পরে পরেই –
কোন সে মায়ায়?
আমিতো চেয়েছিলাম ভেসে যেতে হাওয়ায়;
কি যে শান্তি সদ্য চাওয়া পাওয়ায়!!
এসেছিলাম সাগরের জলে নিজেকে ডোবাতে
সাথে একটি অপূরক মায়া,
ভিত্তিহীন এক অবয়ব মুছতে গিয়ে
নিজেই আবার জড়িয়ে গেলাম
মুখোরিত উচ্ছ্বসিত কোন এক না পাওয়ায়।।