কাউকে কিছু না বলেই,
এমনকি তোকেও কিছু না জানিয়ে
নীরবে একাকী আনমনে
তোরই ছবি এঁকে চলেছি,
তোকেই ভেবে চলেছি
প্রতিক্ষনে ক্ষনে, লুকিয়ে নিজেকে
ভাবনার আড়ালে
তোরই চোখে আছি তাকিয়ে
নিজেই নিজের চোখ দুটো বুজে।।
তোর চোখে খুঁজে পাই আমি
লুকিয়ে গোপনে তাকিয়ে তাকিয়ে,
তুই যখন রাখিস নিজেকে
মুঠোফোনের মাঝে, গহীন অন্তরালেঃ
ভাবনারা আমার যতো সব
বলে, ছুঁয়ে কেন দেখি না তোকে?
ভাবছি, তুই টানতে চাইছিস আমায় বুকে।।
স্বল্প সময়ের নিঃশ্তব্ধ আমাদের
মনে মনে নানা কথোপকথন,
তোর মনেতে জানি নেই মায়া,
আছে শুধু, দয়া যুক্ত কিছু যতন।
তুই চলে গেলেই, আবারও যেন চোখে ভাসে;
তোর ফেলে যাওয়া মুহূর্তগুলো
একে একে, ভুলে যা আছে আশেপাশে।।