ভাবতে থাকো...
বানাতে থাকো ধারণা,
একা একাই আমায় নিয়ে...
ভাঙতে সব ভুল মন্ত্র
মিলবে একদিন দেখা স্বপ্নে,
সেদিনই জানবে আমায়,
বুঝবে আমায়;
বলবে নিজেই তখন সবার কাছে
সোজাসুজি নয়তো ঘুরিয়ে,
কেনো হয়েছে আগমন আমার
মিথ্যার এই ধরায়??
ভেবে যাও...
ভ্রান্তই শুধু হয়ে যাবে,
তবু মিলবে না উত্তর
এভাবে যদি যাও তুমি খুঁজে।
আপেক্ষায় থাকো...
পেয়ে যাবে তুমি
অজানা তোমার আছে যতো
আমায় নিয়ে সব প্রশ্নোত্তরের সমাহার;
ঘুচালেই রাত খুঁজবে আমায়
ঝেরে ফেলে মন থেকে যা আছে তিরস্কার।।