খুঁজে ফিরি আমি একলা তোমায়,
কোথায় লুকিয়ে তুমি?
জানি, আড়াল থেকে দেখছো আমায়!
কেন আসো না আমার সামনে?
দেখা কেন দাও না?
চেয়ে দেখো, একবার এই পৃথিবীর বুকে আমায়!
একলা আমি শুধু যেন,
খুঁজে ফিরি তোমায়।।
আজ যেন বুঝতে পারি;
রাগে আর অভিমানে, তুমি দিয়ে যাও সব,
যখন আমি অকারণে
অনেক চাওয়ার বায়না ধরি।
তোমার কষ্ট বুঝতে না পারি,
এখন তাই শুধুই :
তোমায় খুঁজে ফিরি।।
চেয়ে দেখো নিঝুম অরণ্যে,
দাঁড়িয়ে তোমায়, ডাকছি একা;
ভাবছো তুমি বসে বসে,
পৃথিবীর নীল পর্দার আড়াল থেকে।
সাড়া কেন দাও না?
আমি যে দিশেহারা হয়ে খুঁজছি তোমায়।।