যদি কোন একদিন,
আমার সুর বাজে তোমার কানে;
তোমার কোন এক প্রিয় গানে,
হতে পারে…. তুমিও তখন গাইছো সাথে, মনে মনে।
তারপর হঠাৎ - তোমার দীর্ঘশ্বাস; ক্ষনে ক্ষনে।।
যদি কোন একদিন,
পেয়ে গেলে তুমি আমার দেখা,
হতে পারে…. যদি কখনো ভালো হয় ভাগ্যের রেখা।
কতো কিছু যে রয়েছে বাকী আজও শেখা,
কী বলবো ভেবে ভেবে; দাঁড়িয়ে একা
কী করে আমি দিবো প্রথম, এই চোখাচোখির ব্যাখ্যা??
যদি কোন একদিন,
খুঁজে ফিরে আমায়, তুমি হয়তোবা হয়রান!
আমার আশা তোমার নেই তখন আর – বর্ষার জল অফুরান।
খুঁজতে গিয়ে তুমি ভালোবাসার মান,
করতে হয়েছে যে অপেক্ষা সবই, তোমাকে দান।
ঠিক যেনো…. শুণ্য দিলাম ফিরিয়ে আমি, বিনিময়ে প্রতিদান;
ভুলে যেও তখন তুমি, কন্ঠস্বর যা শুনেছিলো কোনদিন তোমার কান।।