নিজেকে অনেক অসহায় লাগে,
যখন জেনে-শুনে, দেখে ও বুঝেও
ভান করো তুমি, যেন সব তোমার অজানা।
মনেতে কষ্টেরা ওঠে জেগে,
যখন আমি তোমায় খুঁজে পেয়েও
পাই না দেখা, উড়ে যেন যাও তুমি, মেলে ডানা।
নিজেকে অনেক শূন্য মনে হয়,
শুনে তোমার মুখে, আমার জন্য ক্ষয়;
তখন হৃদয়ে যেন, ব্যথিত ঝড় বয়,
আর আমার একাকীত্বের সব প্রকার
ভুল রূপ ধরে, তোমার মনে আনন্দের হয় উদয়।
ভুলতে ভুলতে, ভুলে গেছি –
কবে জানি শুনেছিলাম শেষবারের ন্যায়,
তোমার মুখের হাসি!
তুমি ভেবে, এই সবই মিছেমিছি,
আমি’তো চাইনি তোমায় কভু, পাশাপাশি!
তোমার ও আমার নিজ সমস্ত অবহেলায়,
ভাসিয়েছি নিজেকে বেদনার সাগরে, চড়ে ভেলায়।
কেউ যে নেই, বুঝে নিয়ে কষ্ট সব,
আমার মন ভোলায়;
সবাই আছে, আমার হৃদয়ে ব্যথা
যুক্ত করবার বেলায়,
আমি ব্যথা পেয়ে গেলেই তবে,
সবাই নিজেদের নিয়ে আড়ালে শুধু পালায়!!