সামনে, সুদূর পথ অজানা,
মনেতে ইচ্ছে –
মেলি শূন্য আকাশে ডানা;
হিমেল হাওয়ায়, কালো মেঘের ছায়ায়,
ভাঙা মনের ভালোবাসার মায়ায়।
এখানে, সেখানে যখন খুশি যেখানে,
ভুলে গিয়ে সব বাঁধা,
ভেসে যাবো আনমনে,
উদ্দেশ্যহীন ঘুরবো মন থেকে মনে;
হারিয়ে ফেলে দিশা, রঙিন কোন বনে।।