জানি আমি, তোকে কাছে টানতে
আমি পারবো না,
পারবো না তোর হাতটি ধরে থাকতে,
জড়িয়ে ধরে কখনোই হবে না তোর
ঠোঁট ছুঁয়ে চুমু আঁকা;
মুখোমুখি দুজনা, তবুও –
চোখাচোখি করেই চলে যাবে
কেটে সময়ের কাঁটা।।
জানি আমি, যুগ যুগ আছি ও থাকবো
সারা জীবন হয়ে একা,
না পাওয়া তুই, তবুও মনে শুধু শুধুই
কেন বেধেছিস বাসা?
বেদনা হয়ে রয়ে যাবি জানি, অজানা
এক প্রেমের ব্যাথা;
কল্পনাতেই ভালোবাসা, ছুঁয়ে তোকে
অনুভবে স্পর্শ গাঁথা।।
না পেলাম কাছে...
কল্পনাতে আছিস,
এটাই যে আমার অনন্ত প্রথা।।