আমি হারিয়ে গেলে
আমার প্রতি তোমার অনুভূতি কী হয়
এটা দেখতে ও জানতেই তো তুমি চাইছো?
তাই নয় কী?

মানুষের আকাংখ্যার সবই যে পূরণ হয়
সময়ে না হয় অসময়ে;
তবে জেনে রেখো, তাই হবে।।

হারিয়ে যাবো!!
ভেবো না আর তুমি,
কাঁদতে হবে না আর আঁকড়ে ধরে ভূমি।

হারিয়ে যাবো……
অতি শীঘ্রই!!
বুঝতেই দেবো না, নিজেকে ও তোমাকে
কোথায় যাচ্ছি আমি।।