আমারও ইচ্ছা করে. . .
হাতটি বুলিয়ে যাই, আলতো করে, তোর অঙ্গে,
উষ্ণ শীতল হাওয়ার শিহরণে।
মাঝে মাঝে, হঠাৎ হঠাৎ আমার,
কেমন কেমন জানি লাগে!
ইচ্ছা করে তখন – তোকে টেনে আনি কাছে,
তোর মাথা রেখে আমার বুকের মাঝে,
হাত যাই বুলিয়ে, তোর সব চুলে, সযতনে!
আমারও যে খুব ইচ্ছা করে;
তোর নরম কোমল হাতটি ধরে,
পাড়ি দিতে পথ, অজানার তরে!
গেয়ে শোনাতে গান তোকে
মনের আবেগে, আমার পাগল সুরে!
আমার মনে যে,অনেক অনেক ইচ্ছা. . .
তাই শুধু, ইচ্ছা প্রকাশ করি;
তোর কাছে তো সবই, আমার ইচ্ছা’রা মূল্যহীন,
তাইতো, ব্যথার মাঝে আরও ব্যথা দিয়ে চলেছিস,
আর নিজেকে রেখেছিস,
আমার ইচ্ছা পূরণের ভয়ে, অনেক দূরে নিয়ে সরে।।