অবশেষে চলে গেলে তুমি. . .
শূন্য করে, আমার হৃদয় ভূমি।।
ছিলাম না জানি কখনোই
তোমার হয়ে আমি,
শুধু ছিলাম আমার কল্পলোকে
অন্ধকারে, হয়ে অন্তর্যামী।।
কতো দিন, কতো রাত,
দেখা হয়নি জেগে থেকেও
রঙিন কোন সুপ্রভাত।
কতো দুপুর, কতো বিকেল,
কাটিয়েছি একাকী, হয়ে উন্মাদ।।
তুমিতো বলেছিলেঃ
ভালোবাসো আমায়!!
তবে কি তা ছিলো, শুধু মুখেরই ভাষায়?
দিন কাটিয়েছি কতো না আশায়;
আসবে তুমি, হাতটি ধরবে, বলবে –
“ আছি যে তোমারই আমি,
স্বপ্নময় কল্পনার বাস্তবতায়!!
ভুল ছিলাম. . .
তাই যেন আজ হৃদয় আমার
দাঁড়িয়ে একা, হয়ে ভালোবাসার নিলাম।
না হয় একটু কষ্ট, আমি তোমাকে দিয়েছিলাম,
সেই কষ্ট’ই আজ স্পষ্ট রূপে
নিজেই নিজের মনে মনে পেলাম।।