সেই অমাবস্যা রাত,
আমার পাশেই তো ছিলি, নিজেকে গুটিয়ে,
চোখ দুটো তোর ঘুমের ভান ধরে ছিল বুজে।।
মায়াবী তোর মুখ দেখে
কতো কিছুই তো মনে ইচ্ছে জেগেছিলো!
অনুভূতিগুলোও স্থান নিতে চেয়েছিলো
তোর সেই গুটানো বাহুডোরে।।
চেয়েছিলাম আমার হাতটি দিয়ে
চুলগুলো তোর বুলিয়ে দেই,
কেশ তোর মেঘ বরণ, আঙুলগুলো
ছুঁয়ে দিতে না দিতেই
তোকে ভয়ের নিস্তেজ করি অনুভব।।
জড়িয়ে ধরে চেয়েছিলাম
শুয়ে থাকি তোকে চেপে,
পারিনি আমি চেষ্টা করেও
তোকে স্পর্শ করে একটু ভাবতে।।
এভাবেই চলেছিল, রাতের পর রাত,
তোর প্রতি মায়ার ছায়া
দেখেছিলো কতো সুপ্রভাত;
তবুও, আজও হয়নি বলা,
হয়নি চাওয়া কোন কিছুই,
চেয়ে বলেও কাছে এসে
হয়নি আজও ছুঁয়ে দেখা।।