ভেবেছিলাম. . .
শূণ্য আঁধারে হারিয়ে গেছি আমি,
ভুলে সব পথ।
কিন্তু; এখন বুঝলাম,
পথ কেন হারাবো?
পথ... সে’তো আমাদের দ্বারাই গড়া,
হারালে পরে নতুন রাস্তা
হবেই হবে, আবার বানাবো মোরা!!
ভেবেছিলাম. . .
আমি বাঁচবো না তোমাকে ছাড়া!
এখন দেখি –
বাঁচতে হলে আগে তোমাকেই
করতে হবে আমাকে তাড়া।
তাহলে যদি মিলে দেখা,
পৃথিবী ভালোবাসায় ভরা।।
ভেবেছিলাম. . .
তুমি আর আমি, থাকবো পাশাপাশি
কোন কারণ, বারণ ছাড়া।
কিন্তু; তুমি জানালে আমায় অন্যকিছু
ভালোবাসা নাকি থাকে গোপনীয়তা ভরা,
তা না হলে নাকি ভয় আছে,
হতে হবে যে আপন হারা!
তবে কি ভালোবাসলে পরে
কাউকেই হয় না নিজের আপন করা??