“ আমি তোমাকে ভালোবাসি “,
কথাটি মুখে বলে
তোমার ভালোবাসা পাওয়ার কোন আকুল,
বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই।
বলে কয়ে যদি ভালোবাসা পেতে হয়,
তবে আমি, ভালোবাসি শুধু নিজেকেই।
এই পৃথিবীতে, একমাত্র আমি নিজেই
নিজেকে জন্ম হতে আজ অব্দি
দ্বিধাহীন ও পরিপূর্ণ রূপে চিনি;
তাহলে, তুমিই বলো, কেমন করেই আমি
অল্প কিছু সময়েই, তোমার সব জানি??
“ ভালোবাসা “ –
কথাটি বললেই, যদি হতো ভালোবাসা,
তবে কেন দেখি আশেপাশে
এত প্রেমের ছড়াছড়ি?
ভালোবাসা পাওয়ার জন্য ভোগী হয়ে
কেন মরে মানুষ
ঝুলে, গলায় দিয়ে দড়ি??
দেহের আকর্ষণ –
শুনি, দেখি ও বুঝি,
দেহের মাঝেই তবে সুখ আমরা খুঁজি!!
অনেকে সর্বস্ব হারিয়ে, যা ছিলো পুঁজি,
শেষে ইচ্ছা ফেলে হারিয়ে – করতে রুজী!
এখন যদি তোমার ইচ্ছা থাকে শুনতে প্রাণ ভরেঃ
“ আমি তোমাকে ভালোবাসি “ –
কথাটি বলবো রোজ রোজই,
বৃথা কেন’ই ডাকবো কাজী!!