মাথা বোঝাই কতো শতো কথা
কিন্তু; মনে আজ নেই যে কোন ব্যথা,
বুকের মাঝে দুঃখ-কষ্ট নেই যে গাঁথা,
প্রকৃতির নিয়মে প্রচলিত সব, সত্য প্রথা।।
কাকে আমি করবো ব্যক্ত?
নাম শুনেই যে, সে হয়ে যাবে ত্যক্ত,
মুখটি করে কঠিন ও শক্ত
বুঝিয়ে দিবে যেন, সে এক সততার ভক্ত;
মৃত্যু হলেই যে বোঝা যায় –
মূল্যহীন মানুষের সব রক্ত।।
কেউ নেই চাইবে জানতে??
বের করে, নিজ মূল্যবান একটু সময়।
আছে মানুষ বহুরূপী, আঁধারে ধূসরময়;
নিজ ব্যথা ঘুচিয়ে যাবে, আমি হয়ে রহস্যময়,
শুনে যাই একে একে চুপসে মনে
নির্বাক হয়ে সুদীর্ঘ সময়।।