আমার কোন প্রকারের কষ্ট হয় না. . .
সত্যি বলছি,
আমার কোন কষ্ট’ই লাগে না!
এই যে তুমি,
বুঝেও সব না বোঝার ভান করো;
তবুও, আমার কোন কষ্ট লাগে না মনে।।
মাঝে মাঝে অনেক সময়
যখন তোমার কাছে লাগে আমায় দামী,
দাম ফুরোলেই আবার মিলিয়ে যাও
শূন্য করে আমার হৃদয় জমি;
এরপরও দেখো, আমার মুখে হাসি, নেই কোন ব্যথা,
কষ্ট – বলে দাও আমায়, পাবো কেমন করে,
হবেই বা কোথায় গেলে?
কষ্ট যদি পেতাম আমি,
তবে কি আসতাম ফিরে এভাবে,
বারে বারে??
তোমার নাম কেন’ই বা জপতাম আমি
সারা নিশি ভরে??
গান তবে কি করে গাইতাম,
এতো আবেগে, সুরে সুরে?
কষ্ট আমার কোথায় লুকানো?
না হয়,
দেখে নাও বুক ছিঁড়ে!!