আমি আর তুমিঃ
শহরের দুই প্রান্তে মোদের
দু’জনার বিচরণ।।
তবুও,
কেউ যে নই অগ্রগামী,
মনে মনেই শুধুমাত্র অন্তর্যামী।।
দু’জনই মোরা আচরণে ব্যস্ত,
এই যে – দু’জন দু’টি ভিন্ন গ্রহে
প্রাণ যাপনে অভ্যস্ত।।
দূরত্বের. . . .
আজ নেই কোন সীমা,
দূর থেকে আরও দূরে
তবে কি মোদের
দু’জনার ভালোবাসা
হয়েই আছে জমা??
আমি আর তুমি,
কোথাও যেন হারিয়ে আজ!
ভুলে গিয়ে, স্বপ্ন ভূমি!!